আইসিসির নভেম্বর মাসের সেরা ক্রিকেটার হয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। প্রথমবারের মতো বাংলাদেশের কোন নারী ক্রিকেটার মাস সেরা খেলোয়াড় হওয়ার কৃতিত্ব দেখালো। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বল হাতে দুর্দান্ত নৈপুন্য দেখান স্পিনার নাহিদা আক্তার।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ৭ উইকেট শিকার করেছিলেন নাহিদা। এরই পুরষ্কার হিসেবে নাহিদা আক্তার নভেম্বর মাসে আইসিসির সেরা নারী খেলোয়াড় হন। মাস সেরার লড়াইয়ে ছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার ফারজানা হক ও পাকিস্তানের সাদিয়া ইকবাল।
গত আগস্টে পাকিস্তান নারী দলের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ নারী দল। এর পর নভেম্বরে একই প্রতিপক্ষের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশের মেয়েরা। যেখানে বড় অবদান ছিল নাহিদা আক্তারের।
পাকিস্তান নারী দলকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ নারী দল। যেখানে ৭ উইকেট শিকার করে সিরিজ সেরার পুরস্কার জেতেন নাহিদা। তার বোলিং গড় ছিল মাত্র ১৪।
মাসসেরা হয়ে উচ্ছ্বসিত নাহিদা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, এই মুহূর্তটা উদযাপনের।
তিনি আরও বলেন, ক্রিকেট বিশেষজ্ঞদের এমন অভিজ্ঞ প্যানেল দ্বারা স্বীকৃতি পাওয়াটা আমার কাছে অনেক কিছু এবং আইসিসির নভেম্বর মাসের সেরা নারী ক্রিকেটার হওয়াটা অনুপ্রেরণার বড় উৎস আমার জন্য।