কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় আওয়ামী লীগ বিজয় শোভাযাত্রা এক দিন পিছিয়ে মঙ্গলবার করার ঘোষণা দিয়েছে।
নির্বাচন আচরণবিধি বিবেচনায় নিয়ে ১৬ই ডিসেম্বর বিজয় দিবসের শোভাযাত্রা ১৮ই তারিখ (সোমবার) করার কথা জানিয়েছেল আওয়ামী লীগ।
কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ রোববার মারা তার প্রতি সম্মান দেখাতে সোমবার বাংলাদেশের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।
রোববার আওয়ামী লীগ উপ দপ্তর সম্পাদক সায়েম খান জানান “কুয়েতের আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা আগামীকালের (সোমবার) পরিবর্তে ১৯শে ডিসেম্বর, মঙ্গলবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।”