রাজধানী ঢাকাসহ সারাদেশে পাড়া মহল্লায় অবস্থান ও শান্তি সমাবেশের মধ্য দিয়ে বিএনপি-জামাতের অবরোধ প্রতিহত করার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। আগামী নির্বাচন পর্যন্ত এভাবে রাজপথ দখলে রাখার ঘোষণা দেন তারা। বিএনপির জামাতের যে কোন নাশকতা রুখে দিতে নেতারা রাজপথে থাকবে বলেও জানান। দেশের বিভিন্ন জেলায় জেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা এই অবস্থান কর্মসূচি পালন করছে।
বিএনপি জোটের ডাকা টানা তিন দিনের অবরোধের প্রথম দিন সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল¬ায় অবস্থান নিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অবরোধ বিরোধী শান্তি সমাবেশ অবস্থান কর্মসূচি পালন করছে তারা। মঙ্গলবার সকাল থেকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। প্রতিটি ওয়ার্ডের নেতাকর্মীদের সতর্ক থেকে বিএনপি জামাতের নাশকতা প্রতিরোধের নির্দেশ দেন নেতারা।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ মিরপুর গাবতলী বনানী গুলশান বাড্ডা সহ বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল করে। আগামী নির্বাচন পর্যন্ত বিএনপি জামাতের সকল নাশকতা প্রতিরোধের ঘোষণা দেন তারা।
বিএনপি জামাতের ডাকা অবরোধ জনগণ প্রত্যাখ্যান করেছে বলে জানান আওয়ামী লীগের নেতারা। এদিকে, রাজধানীর বাইরেও দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতারা এই অবরোধ প্রতিহত করতে পাড়া মহল¬ায় অবস্থান নিয়েছে।