চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেলে পদ্মা নদীর নারায়নপুর ইউনিয়নের শেষ প্রান্তে বাতাসমোড় এলাকা থেকে শফিকুলের ও দূলভপুর ইউনিয়নের দায়পাড়া এলাকা থেকে সেলিমের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুজন হলেন—শফিকুল ইসলাম (৪৫) ও সেলিম আলী (৩৫)। সফিকুল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে এবং সেলিম রেজা একই এলাকার মোহাম্মদ মুর্তুজার ছেলে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

তিনি জানান, মরদেহ উদ্ধারের পর শিবগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হয় এবং তারা মরদেহ দুটি থানায় নিয়ে যায়। মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয় বলে জানান তিনি।

স্থানীয়দের দাবি, ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হত্যাকাণ্ডের পদ্ধতিতে পরিবর্তন এনে মৃত্যু নিশ্চিত করে মরদেহগুলো নদীতে ভাসিয়ে দিচ্ছে, যেন প্রমাণ মুছে ফেলা যায়।