প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেয়ার জন্য এবং বিএনপি আসে নিতে। আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) গণভবনে উপস্থিত নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ রেহানা ও নিজের পক্ষ থেকে তাদের সবার পরিবারকে ঈদের শুভেচ্ছা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। আনন্দের এসময় নিজের পরিবারকে সময় দেওয়ার পরামর্শ দেন বঙ্গবন্ধুকন্যা।

এসময় প্রধানমন্ত্রী বলেন মানুষ অত্যন্ত আনন্দের সাথে ঈদুল ফিতর উদযাপন করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের ঈদ আয়োজন সার্থক হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এসময় তিনি জাতির পিতাসহ ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের স্মরণ করেন।

প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন আওয়ামী লীগ মানুষের জন্য কাজ করে। মানুষের অন্ন বস্ত্র ও বাসস্থান নিশ্চিত করাই এই সরকারের লক্ষ্য। আর এই লক্ষে কাজ করে যাচ্ছে তার সরকার।

প্রধানমন্ত্রী বলেন এবার রোজায় ইফতার পার্টি না করতে নির্দেশ দিয়েছিলাম। সেই নির্দেশনা অনুযায়ী ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়িয়েছে দলীয় নেতাকর্মীরা। তার এই নির্দেশনা মানায় দলীয় নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, ডাক্তার দীপু মনি, নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক আব্দুল আউয়াল শামীম সহ-কেন্দ্রীয় মহানগর আওয়ামী লীগ নেতা, সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।