ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করতে যুক্তরাজ্য পৌঁছেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ (সোমবার)  এক টুইট বার্তায় জেলেনস্কি নিজেই এ খবর নিশ্চিত করেছেন। টুইটারে জেলেনস্কি জানান, ‘মূল আলোচনা’র জন্য তার ‘বন্ধু’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে তিনি দেখা করবেন।

বিবিসির তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার যুক্তরাজ্য ঘোষণা করে, রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার জন্য ইউক্রেন যেসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র চেয়েছিল তা সরবরাহ করবে তারা।

ঋষি সুনাকের সরকারি বাসভবন চেকার্সে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকে ইউক্রেনের জন্য তার পূর্ণ সমর্থন প্যাকেজ প্রদানের গুরুত্ব পুনর্ব্যক্ত করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি বলেন, “ইউক্রেন যেন সফল হয় এবং পুতিনের বর্বরতাকে পুরস্কৃত করা না হয়, তা নিশ্চিত করাটাই আমাদের সকলের স্বার্থ।”

ডাউনিং স্ট্রিট জানিয়েছে, আজকের পর থেকে যুক্তরাজ্য ইউক্রেনের প্রতিরক্ষায় সহায়তা করার জন্য শতশত বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিশ্চিত করবে। দুই নেতার এই বৈঠক ঘণ্টা দুয়েকের বেশি হবে না বলে ধারণা করা হচ্ছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের পক্ষে সমর্থন জোরদার করার জন্য একের পর এক পশ্চিমা নেতাদের সাথে দেখা করছেন। এরই ধারাবাহিকতায় এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সাথে বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।

এর আগে যুদ্ধ শুরুর পর চলতি বছর ফেব্রুয়ারিতে জেলেনস্কি প্রথমবারের মতো লন্ডনে গিয়েছিলেন, এই সময় তিনি ব্রিটিশ রাজা চার্লসের সাথে দেখা করেন। এছাড়াও তখন ব্রিটিশ সংসদে ভাষণ দিয়েছিলেন তিনি।