সদ্য গত হওয়া আগস্ট মাসে দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৯১ জন। নিহতদের মধ্যে ৬৮ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩২ জন নিহত হয়েছেন। মোট নিহতের ৬৮ জন নারী এবং ৩৪টি শিশু রয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩১ দশমিক ৯২ শতাংশ।

এ ছাড়া নিহতদের মধ্যে বাসের যাত্রী ৩০ জন, ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি-লরি আরোহী ২৭ জন, প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ২১ জন, থ্রি-হুইলার যাত্রী (সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-লেগুনা) ৯৭ জন, স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ৩৩ জন এবং বাইসাইকেল আরোহী ৫ জন রয়েছেন।

বিভাগ অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১১৭ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম ১৬ জন নিহত হয়েছেন বরিশাল বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩২ জন এবং সবচেয়ে কম একজন নিহত হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলায়। ঢাকায় ৩৭টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ১৫ জন নিহত।

রোড সেফটি ফাউন্ডেশনে ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে।