প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষকে পুড়িয়ে মেরেছে সেই আগুন সন্ত্রাসীদের বিচার হবে। বিভিন্ন মার্কেটে আগুন লাগানোর পেছনে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

আজ (মঙ্গলবার) বিএনপি-জামাতের আগুন সন্ত্রাসে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের গণভবনে ডেকে ঈদ উপহার তুলে দেয়ার অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামলে বিনা বিচারে হত্যার শিকার ও আগুন সন্ত্রাসের ক্ষত বয়ে বেড়ানো পরিবারের হাতে প্রধানমন্ত্রী পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিতে এই আয়োজন করা হয়। জিয়ার শাসনামলে সশস্ত্র বাহিনীর অসংখ্য কর্মকর্তা ও সদস্যদের বিচারের নামে হত্যার তথ্য পাওয়া যায়। যারা আজও এমন সব হত্যাকা-ের সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

তাদের আহাজারিতে আবেড়তাড়িত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অপরাধ করে কেউ পার পাবে না, তাদের বিচার হবে।

দেশের বিভিন্ন মার্কেটে আগুন লাগার ঘটনাকে নাশকতা হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে এটি তাদের নতুন খেলা হতে পারে।

পরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঈদ উপহার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের হাতেও ঈদ উপহার তুলে দেয়া হয়। এছাড়া ৯ কোটি টাকার অনুদান মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে।