ঢাকা সফররত ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেয়ার অঙ্গীকার করা হয়েছে। আজ (রোববার) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের পর ব্রুনাইয়ে জনশক্তি রপ্তানী বিষয়ক একটি চুক্তি ও চারটি সমঝোতা স্মারক সই হয়েছে। পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, আন্তরিক পরিবেশে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। করোনার সময়ে বাংলাদেশী শ্রমিকদের টিকা নিশ্চিত করায় ব্রুনাইয়ের সুলতানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেন ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়াহ মুইজ্জাদ্দিন ওয়াদদৌল্লাহ। বিকেল তিনটায় ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন করেন তিনি। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ব্রুনাই সুলতান। এসময় কিচুক্ষন নিরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন সুলতান বলকিয়াহ। বিকেল সাড়ে তিনটায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌছান ব্রুনাইয়ের সুলতান বলকিয়াহ। তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

No description available.

দুই নেতা কিছু সময় একান্ত বৈঠক করেন। পরে দুই দেশের প্রতিনিধিদের  নিয়ে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়া। বৈঠক শেষে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা একটি চুক্তি এবং তিনটি সমঝোতা স্মারক সই করেন।

বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মেমেন। তিনি জানান, চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় বিভিন্ন বিষয় নিয়ে ব্রুনাইয়ের সুলতানের সাথে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় সফর শেষে ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ ত্যাগ করার কথা থাকলেও সফর আরো একদিন বাড়ানো হয়েছে।

এর আগে গতকাল ঢাকায় দুপুরে পৌঁছান ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ। শনিবার দুপুরে একটি ভিআইপি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এসময় মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্য, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের নিয়ে ব্রুনাই সুলতানকে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।