বাজেট ঘোষণার আগে বিএনপি-জামায়াত বিবৃতি তৈরি করে রাখে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
শুক্রবার (৭ ই জুন) সকালে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে ঐতিহাসিক ছয় দফা উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, গেল ১৫ বছরে বাজেটের অঙ্ক সাড়ে ১১ গুণ বেড়েছে। দেশ উন্নতি ও সমৃদ্ধির দিয়ে অগ্রসর হওয়ায় বাজেটের আকার বাড়ানো হয়েছে। অথচ বিএনপি জামায়াত বলে বেড়াচ্ছে এই বাজেট জনগণের কোনো কাজে আসবে না।
রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে তারা জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলেও দাবি করেন পররাষ্ট্রমন্ত্রী।
এসময় মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।