রাজধানীর খিলক্ষেত ফুটওভার ব্রিজের নিচে বিমানবন্দর সড়ক হয়ে আসা একটি বেপরোয়া প্রাইভেটকারের ধাক্কায় নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছে। বুধবার (২৭শে ডিসেম্বর) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আমিনুল বাশার।
নিহতরা হলেন শিশু ইয়াসিন (৯), উজ্জ্বল পান্ডে (২৬) ও আমরিন (৩০) নামে এক নারী। এ ছাড়া দুর্ঘটনায় শিশু ইয়াসিনের বাবা মো. সুমন (৩৫) ও রিয়াদ (২৭) নামের এক পথচারী যুবক আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এস আই) মোশারফ বলেন, রাত ৯টার দিকে বিমানবন্দরের দিক থেকে আসা একটি বেপরোয়া প্রাইভেটকারের ফুটওভার ব্রিজের নিচের আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে পড়ে। ঘটনাস্থলেই আট বছরের শিশু ইয়াসিন মারা যায়।
এ ঘটনায় শিশু ইয়াসিনের বাবা সুমন মিয়া, উজ্জ্বল পান্ডে ও আমরিনা হক গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে উজ্জ্বল পান্ডে ও আমরিনা হকের মৃত্যু হয়।