প্রতিদিনই নানা কারণে বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে চলেছে বায়ুদূষণের মাত্রা। বাংলোদেশেও দিন দিন বেড়েই চলছে এই ঘটনা। মেগাসিটি ঢাকার আজকের বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৫টার দিকে একিউআই স্কোর ১৬৭ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করে।
একই সময়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ২৬৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ভারতের শহর ‘কলকাতা’। এ ছাড়া ২৪৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে উজবেকিস্তানের রাজধানী ‘তাসখন্দ’।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়, ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।