ভারতের পশ্চিমবঙ্গে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে অ্যাডিনো ভাইরাস। গেলো ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গেল দু’মাসে সংক্রামক এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত ১০০ শিশুর।
বিশেষজ্ঞরা বলছেন, অ্যাডিনো ভাইরাসও করোনার মতোই একটি ‘রেসপিরেটরি ভাইরাস’ যা শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। এর উপসর্গগুলোও অনেকটা করোনার মতো এবং এটিও খুব ছোঁয়াচে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে চার থেকে ছয়-সাত বছর বয়সী শিশুরা, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই কম।
কলকাতার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোয় প্রতিদিন বাড়ছে অ্যাডিনো ভাইরাসে আক্রান্ত রোগীদের ভিড়। এরই মধ্যে ছুটি বাতিল করে শিশুদের চিকিৎসায় অতিরিক্ত চিকিৎসক নিযুক্ত করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলোতেও এ ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা।