রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। লুটপাটের পর ডাকাতরা গৃহকর্ত্রীর দুধের শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে। শুক্রবার সকালে এ ঘটনার পর ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল। এ ঘটনায় এখনও কাউকে আটক এবং শিশুটিকে উদ্ধার করতে পারেনি পুলিশ।

লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাশৈনুর বলেন, এ ঘটনায় এখনও কোনও অভিযোগ করেনি শিশুটির বাবা-মা। তবে তার বাবা থানায় এসেছেন। আমরা সিসি ক্যামেরার কিছু ফুটেজ পেয়েছি কিন্তু তাও স্পষ্ট না। এরপরও শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

ওসি বলেন, সেই নারীর সঙ্গে তার স্বামীর চার মাস থেকে কোনও ধরনের সম্পর্ক নেই। চার মাস থেকে তার স্বামী বাসায় থাকে না। যে মেয়েকে তিনি সাবলেটে বাসায় তুলেছিলেন তার মোবাইল নাম্বারও বলতে পারছেন না। আমরা সেই সাবলেট ভাড়াটিয়ার নাম ঠিকানা এখনও পাইনি। তবে ভিন্নভাবে বিষয়টি তদন্ত চলছে।

জানা গেছে, ভুক্তভোগী ফারজানা আক্তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মচারী।

এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে ফারজানার বাসায় ভাড়াটিয়া হিসেবে সেই নারী উঠবেন বলে যোগাযোগ করছিলেন। বৃহস্পতিবার তিনি সেই বাসায় ওঠেন। কিন্তু শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে হঠাৎ করে বাহির থেকে কয়েকজন পুরুষ নিয়ে এসে ফারজানার কাছে থাকা স্বর্ণালংকার ও টাকা পয়সা নিয়ে ভেগে যাওয়ার সময় তার বাচ্চাটিকে নিয়ে তারা পালিয়ে যান।