উচ্চশিক্ষার স্বপ্নপূরণে আজ শুরু হচ্ছে গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা। আজ শনিবার (২৭ শে এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত হবে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা। শনিবার গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষায় বসতে যাচ্ছেন প্রায় পৌনে দুই লাখ শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভিড় লক্ষ্য করা গেছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রের এ ইউনিটের ভর্তি পরীক্ষার সমন্বয়ক ও বিজ্ঞান অনুষদের ডীন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ এর অধীনে আরও পাঁচটি উপকেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরই মধ্যে সকল প্রকার প্রস্তুতি প্রায় শেষ। ছয়টি কেন্দ্রই প্রস্তুত আছে। তাপপ্রবাহের মধ্যে ‘ভর্তি পরীক্ষার্থীদের সুরক্ষায় পরীক্ষা কেন্দ্রে পর্যাপ্ত সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সামগ্রীর ব্যবস্থা করা হয়েছে। এবই সাথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ও যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান তিনি।’
এছাড়া আগামী ৩ মে শুক্রবার (‘বি’ ইউনিট-মানবিক) এবং ১০ মে শুক্রবার (‘সি’ ইউনিট-বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে ১টা এবং অন্য দুই ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। চলতি বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে মোট ২১ হাজার আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন ১৫ জন ভর্তিচ্ছু।
ভর্তি পরীক্ষা উপলক্ষে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।
চলতি শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন চলে ১২-২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এ বছর আবেদন পড়েছে ৩ লাখ ৫ হাজার ৩৪৬টি।
এরমধ্যে বিজ্ঞান শাখার ‘এ’ ইউনিটে ১ লাখ ৭০ হাজার ৫৯৯টি, মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১টি ও ব্যবসায় শিক্ষা শাখার ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬টি আবেদন জমা পড়েছে।