আজ ঘোষণা করা হবে রসায়নশাস্ত্রে নোবেলজয়ীর নাম। সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটে এবং বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে এ ঘোষণা দেবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি।

আগামীকাল বুধবার (১০ই অক্টোবর) সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। এটি ঘোষণা করবে রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। এরপর আগামী ১১ অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ীদের নাম জানা যাবে। আর এটি ঘোষণা করা হবে নরওয়ে থেকে। এরপর আগামী ১৪ই আক্টোববর অর্থনীতিতে নোবেলবিজয়ীর নাম ঘোষণা করা হবে। সুইডেন থেকে এ ঘোষণার মধ্যে দিয়ে নোবেলবিজয়ীদের নাম ঘোষণার প্রক্রিয়া সমাপ্ত হবে।

এর আগে মঙ্গলবার পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। যৌথভাবে এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল জিতেছে আমেরিকার প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক জন হোপফিল্ড ও কানাডার ইউনিভার্সিটি অব টরোন্টোর অধ্যাপক জেফরি হিন্টন।