রাজধানীতে গণপরিবহনের মান উন্নত করতে মেট্রোরেল চলাচলের সময় এক ঘণ্টা ও সাতটি ট্রিপ বাড়ানো হয়েছে। আজ রোববার (১৯ অক্টোবর) সপ্তাহের শুরু থেকেই নতুন সময়সূচি অনুযায়ী যাত্রী পরিবহন শুরু করেছে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এই গণপরিবহন। সময় বৃদ্ধির এই সিদ্ধান্তে নিয়মিত যাত্রী ও কর্মজীবীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন।

নতুন সময় অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছাড়ত সকাল ৭টা ১০ মিনিটে। মতিঝিল থেকে দিনের প্রথম ট্রেন ছেড়েছে সকাল ৭টা ১৫ মিনিটে। শুক্রবার মেট্রোরেলের সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, যাত্রীদের দীর্ঘদিনের দাবি ও সুবিধা বিবেচনায় মেট্রোরেলের সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি কার্যকর হয়েছে আজ থেকে। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলোতে এই সময়সূচি অনুসরণ করা হবে।

মেট্রোরেল চলাচলের বাড়তি সময়ের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডিএমটিসিএল-এর মহাব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ ইফতিখার হোসেন। তিনি বলেন, “চলাচলের সময় আজ থেকে বাড়ানো হয়েছে। এতে মেট্রোর ট্রিপের সংখ্যা বেড়েছে। আগে ছুটির দিন বাদে প্রতিদিন ২৩৬টি ট্রিপ হতো, নতুন সময় বাড়ার কারণে এখন তা ২৪৩টি হবে। অর্থাৎ, সময় বৃদ্ধির ফলে দৈনিক ৭টি অতিরিক্ত ট্রিপ চালু হচ্ছে।”

মেট্রোরেল এখন রাজধানীর হাজারো কর্মজীবী মানুষের প্রতিদিনের জীবনের অবিচ্ছেদ্য অংশ। সময় বৃদ্ধির সিদ্ধান্তে সবচেয়ে বেশি খুশি হয়েছেন অফিসগামী ও দোকানকর্মীরা।

নুরুল আমিন নামের এক যাত্রী ফেসবুকে লিখেছেন, ‘আমাদের অফিস শুরু হয় সকাল ৮টায়। আগে মেট্রোর সময় না মেলায় বাসে যেতে হতো। এখন আর তাড়াহুড়ো থাকবে না, সময়মতো অফিসে পৌঁছানো যাবে।’

মতিঝিলের দোকানকর্মী মফিজুল ইসলাম বলেন, “আমাদের দোকান বন্ধ হয় প্রায় রাত ৯টার দিকে। আগের সময়সূচিতে মেট্রো ধরতে পারতাম না। এখন শেষ ট্রেন প্রায় রাত ১০টা ১০ মিনিটে ছাড়বে, তাই হয়তো বাড়ি ফেরা অনেক সহজ হবে।”