আজ বুধবার (৩১শে জুলাই) থেকে শনিবার পর্যন্ত চার দিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। ঢাকা মহানগর ও ঢাকা জেলা, গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ ও নরসিংদী জেলায় এটা কার্যকর হবে।
গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উচ্চ পর্যায়ের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়েছেন। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা দেশে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসছে। সে কারণে কারফিউ শিথিলের সময় বাড়ানো হচ্ছে। বাকি জেলাগুলোতে কারফিউ শিথিলের সময় স্ব স্ব জেলা প্রশাসক নির্ধারণ করবেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই দিবাগত রাতে সারা দেশে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করে সরকার। প্রথম দিকে দিনে দ’–তিন ঘণ্টা করে কারফিউ শিথিল করা হলেও পরে ধীরে ধীরে তা বাড়ানো হয়।
সর্বশেষ গত রোববার থেকে গত মঙ্গলবার পর্যন্ত সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আজ থেকে কারফিউ শিথিলের সময় বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি সব অফিসও স্বাভাবিক সময়ের মতো চলবে।