২১শে আগস্ট আজ। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ২০তম বার্ষিকী। ২০০৪ সালের এইদিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের ‘সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতিবিরোধী’ শান্তি সমাবেশে এই হামলা চালানো হয়। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে পরিচালিত হামলায় প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের সহধর্মিণী ও মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইভি রহমানসহ ২৪ জন নিহত হয়েছিলেন।

হামলায় শেখ হাসিনার শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। সেদিন গ্রেনেডের স্প্লিন্টারের আঘাতে আহত হন পাঁচ শতাধিক নেতাকর্মী ও সাংবাদিক। ২১শে আগস্টের ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। নারী নেত্রী আইভি রহমান ৫৮ ঘণ্টা মৃত্যুর সঙ্গে লড়ে ২৪শে আগস্ট মারা যান। প্রতি বছর নিহতদের স্মরণে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি পালন করলেও এবার ভিন্ন এক প্রেক্ষাপট দলের সামনে। প্রবল গণআন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা।

২০০৪ সালের পর থেকে এই দিনটি ‘২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস’ হিসেবে পালন করেছে আওয়ামী লীগ। শেখ হাসিনার সরকার পতনের পরে আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে কোনো কর্মসূচি ঘোষণা করেনি। শুধু দলের ভেরিফায়েড ফেসবুক পেজে ২১শে আগস্টের একটি ছবি দিয়ে কভার করতে দেখা গেছে।