ক্রীড়াঙ্গনে অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিতে আপাতত সাকিবকে দেশে না ফিরতে ক্রিকেট বোর্ডকে পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৯ই অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিতে চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন সরকারি দফতর, ব্যবসায়ী ও শ্রমিক প্রতিনিধিরে সাথে মতবনিমিময় সভায় তিনি এসব কথা বলেন। তবে আন্দোলন করে দেশের ফেরত আনার বড় বিষয় নয়। সাকিবের নিরাপত্তা বলতে শুধু দেশের হয়ে খেলা নয়, কোন ধরনের অনাকাঙিক্ষত পরিস্থিতি যেন তৈরি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

বিপিএলের আগামী আসরকে সামনে রেখে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট স্টেডিয়ামকে সংস্কারের জন্য ৩১ কোটি টাকার কাজ নেয়া হয়েছে বলেও জানান ক্রীড়া উপদেষ্টা