যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা মামলায় আত্মসমর্পণ করছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৪শে আগস্ট আত্মসমর্পণ করবেন তিনি। আত্মসমর্পণের জন্য ট্রাম্পকে ২৫শে আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (২১শে আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি এই ঘোষণা দেন জানিয়েছেন সংবাদমাধ্যম রয়র্টাস।
তিনি লিখেছেন, ‘আপনি বিশ্বাস করতে পারবেন? আমি আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আল্টানায় যাচ্ছি গ্রেফতার হতে।’ আল্টানার একজন বিচারক যিনি ট্রাম্পের মামলা তদারক করছেন, তিনি তার জামিন ২ লাখ ডলার নির্ধারণ করেছেন।
এর আগে রাজ্যটির ফালটন কাউন্টির গ্র্যান্ড জুরি ১৫ আগস্ট ট্রাম্পসহ ১৯ জনের বিরুদ্ধে ৪১টি অভিযোগ আনেন। এর মাধ্যমে চলতি বছরে ট্রাম্প চতুর্থবারের মতো ফৌজদারি অভিযোগে অভিযুক্ত হন।
তবে ট্রাম্প তার বিরুদ্ধে আনা সব ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ট্রাম্প ইতোমধ্যেই সেই নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন। এছাড়া প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনয়নের দৌড়ে এগিয়ে রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে তার বিরুদ্ধে আনিত এ অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেছেন ট্রাম্প।