ইসরায়েলের একের পরে এক আক্রমণে থমথমে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। এতে দেখা দিয়েছে আঞ্চলিক অস্থিরতা। আর এমন অবস্থায় যাত্রীদের জন্য দুঃসংবাদ দিয়েছে বিশ্বের বৃহত্তম বিমান পরিবহন সংস্থা এমিরেটস এয়ারলাইন। সংস্থাটি ইরাক, ইরান এবং জর্ডানে তাদের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে।

গত বৃহস্পতিবার (৩ অক্টোবর) সংস্থাটি এই ঘোষণা দেয়। সেই সাথে ওই দিনই দেশগুলোতে ফ্লাইট বন্ধ রাখা কার্যকর করে দুবাইভিত্তিক এই এয়ারলাইনটি।

এক বিবৃতিতে এমিরেটস এয়ারলাইন বলেছে, আঞ্চলিক অস্থিরতার জন্য তারা এ ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবারসহ আগামী ৪ঠা ও ৫ই অক্টোবর ইরাক (বসরা ও বাগদাদ), ইরান (তেহরান) ও জর্ডানগামী (আম্মান) সব ফ্লাইট বাতিল করা হয়েছে। এ সময় কোনো ফ্লাইট সেসব অঞ্চল থেকে উড্ডয়নও করবে না।

মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন এর আগে শুক্রবার (৪ঠা অক্টোবর) পর্যন্ত দুবাই ও বৈরুতের মধ্যে চলাচল করা সব ফ্লাইট বাতিল ঘোষণা করেছিল। এছাড়া জার্মানির লুফথানসা, এয়ার ফ্রান্স এবং আমেরিকার ডেল্টা এয়ার লাইনসও বৈরুতে ফ্লাইট স্থগিত করেছে।