আদানির মালিকানাধীন কোম্পানিগুলোর বিরুদ্ধে গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চের করা অভিযোগের ভিত্তিতে তারা বিলিওনিয়ার গৌতম আদানির মালিকানাধীন কোম্পানিগুলির বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ভারতের অর্থনৈতিক বাজারের নিয়ন্ত্রক সংস্থা নিশ্চিত করেছে বলে জানায় আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম।
শেয়ারবাজার কারসাজি এবং আর্থিক জালিয়াতির অভিযোগ ওঠার পর থেকে এরই মধ্যে ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি লোকসান হয়েছে ভারতীয় এ ধনকুবেরের। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছে আদানি গ্রুপ।
ভারতীয় সুপ্রিম কোর্টের কাছে এক আবেদনে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (এসইবিআই) বলেছে, হিনডেনবার্গ রিসার্চের প্রতিবেদন প্রকাশের আগে এবং পরে শেয়ারবাজারে আদানি গ্রুপের কার্যকলাপ যাচাই এবং অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
আবেদনে বলা হয়েছে, সিকিউরিটিজ বাজারের স্থিতিশীল ক্রিয়াকলাপ ও উন্নয়নের জন্য নিয়ন্ত্রক কাঠামো স্থাপনের প্রশ্নে এসইবিআই দৃঢ়প্রতিজ্ঞ এবং পর্যাপ্ত ক্ষমতাপ্রাপ্ত।
গত ২৪ জানুয়ারি এক অনুসন্ধানী প্রতিবেদনে আদানির বিরুদ্ধে ‘করপোরেট জগতের ইতিহাসে সবচেয়ে বড় ধোঁকাবাজি’র অভিযোগ তোলে হিনডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, আদানি গ্রুপের কোম্পানিগুলো কয়েক দশক ধরে শেয়ারবাজারে ধোঁকাবাজি এবং হিসাবপত্র জালিয়াতি করে আসছে।
হিনডেনবার্গ রিসার্চ আরও দাবি করেছে, আদানির কোম্পানিগুলোর কাঁধে বিশাল ঋণ রয়েছে, যা পুরো গ্রুপটির অর্থনৈতিক ভিত্তিকে অনিশ্চিত করে তুলেছে। তবে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে আদানি গ্রুপ।