একাধিক দুর্নীতি মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। টাইমস অব ইসরায়েল এবং রয়টার্স-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলের ইতিহাসে প্রথমবার কোনও ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ফৌজদারি অপরাধের অভিযোগের মুখোমুখি হলেন। ‘ইসরায়েল বনাম বেনিয়ামিন নেতানিয়াহু’ মামলার বিচারকার্যের অংশ হিসেবে আদালতের নির্দেশে তাকে প্রতি সপ্তাহে তিনবার হাজির হতে হবে।
২০১৯ সালে পৃথক তিনটি মামলায় অভিযুক্ত হন নেতানিয়াহু। এর মধ্যে ধনী বন্ধুদের কাছ থেকে উপহার গ্রহণ এবং তার পক্ষে সংবাদ প্রচারের বিনিময়ে মিডিয়া মালিকদের সুবিধা প্রদানের অভিযোগ রয়েছে।
২০২০ সালের মে মাসে শুরু হওয়া এসব মামলার বিচারকাজ অনেকবার বিলম্বিত হয়েছে।
বিশ্লেষকদের বরাত দিয়ে আল জাজিরা জানায়, মামলার বিচার এবং সম্ভাব্য দোষী সাব্যস্ত হওয়া এড়াতে নেতানিয়াহু গাজার গণহত্যা অব্যাহত রাখছেন এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সামরিক অভিযান প্রসারিত করছেন।
নেতানিয়াহু তার বিরুদ্ধে আসা সকল অভিযোগ অস্বীকার করেছেন। আজ আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এসব অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেন তিনি।
মিডিয়া মালিকদের সুবিধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বারাক ওবামার সময়কাল থেকেই তিনি ‘ভয়ঙ্কর প্রেস কভারেজ’ পেয়েছেন।