এক বছরের মধ্যে মিয়ানমারের সামরিক সরকারকে উৎখাত করার কথা জানিয়েছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী। সামরিক সরকারকে না হটানো পর্যšত লক্ষ্যে কোন পরিবর্তন হবে না বলে জানিয়েছে বিদ্রোহী জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এদিকে, রাখাইন রাজ্যে গ্রেপ্তার হওয়া নয় রাজনীতিবিদকে গুলি করে হত্যা করেছে সামরিক বাহিনী।
দিন যত গড়াচ্ছে মিয়ানমারের সামরিক বাহিনীর প্রতি বিদ্রোহী গোষ্ঠীগুলোর ক্ষোভ ততই বাড়ছে। সেই সাথে বাড়ছে দুই পক্ষের মধ্যকার সংঘাতের পরিমাণও। এসব সংঘাতে বিদ্রোহীদের একের পর এক সফলতা, জাšতা সরকার পতনের লক্ষ্য অর্জনের পাথেয় হিসেবে কাজ করছে। যা মিয়ানমার সেনা বাহিনীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
এরমধ্যে সরকারি বাহিনীকে নতুন হুঁশিয়ারি দিয়েছে দেশটির সশ্রস্ত্র বিদ্রোহীদের জোট থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, সামরিক সরকারকে এক বছরের মধ্যে উৎখাত করার লক্ষ্য রয়েছে তাদের। স্বৈরাচারী সরকারের হাত থেকে জনগণকে মুক্ত না করা পর্যন্ত সিদ্ধান্তে অটল থাকার কথাও জানিয়েছে বিদ্রোহী জোটটি।
এদিকে, বিদ্রোহীদের কাছে লজ্জার হার ও শত হুঁশিয়ারির মধ্যেও নিজেদের বর্বরতা কমায়নি জাšতা বাহিনী। রাখাইন রাজ্যে গ্রেপ্তার ৯ রাজনীতিবিদকে গুলি করে হত্যা করেছে সেনা সদস্যরা। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি জানিয়েছে, ম্রাউক-ইউ শহরে গ্রেপ্তার হওয়ায় সাতজন রাজনীতিবিদকে গুলি করে হত্যা করে দুই সেনা সদস্য। বাকি দুইজনকে হত্যা করা হয়েছে মিনবিয়া শহরে।