নতুন সরকারের আধুনিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, তা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, “প্রধানমন্ত্রী একটি পথ নির্দেশনা দিয়েছেন আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ তৈরির। সেগুলোর জন্যই আমরা পরিকল্পনা নেব এবং সে অনুযায়ী কাজ করব।”

টানা তৃতীয়বারের মতো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর আজ রবিবার প্রথম দিন দপ্তরে আসেন আসাদুজ্জামান খান কামাল। এ সময় মন্ত্রণালয়ের ফটকে পুলিশ সদস্যরা তাঁকে ‘হাউস গার্ড’ দেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী একটি পথনির্দেশনা দিয়েছেন আধুনিক এবং স্মার্ট বাংলাদেশ তৈরির। সেগুলোর জন্যই আমরা পরিকল্পনা নেব এবং সে অনুযায়ী কাজ করব।’

নতুন কোনো পরিকল্পনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আইন-শৃঙ্খলার জন্যই মন্ত্রণালয় কাজ করে। স্ট্রাইক, অনিয়ম, ডিজাস্টার- সব কিছু নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে।

নতুন চ্যালেঞ্জ সব সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফেইস করে থাকে।’নতুন সরকারের আধুনিক বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা, তা বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রীকে হত্যার যে প্রচেষ্টা, সেখানে আমরা অনেক নেতাকর্মীকে হারিয়েছি। প্রধানমন্ত্রীকে সেদিন মহান আল্লাহ রহমতের চাদর দিয়ে রক্ষা করেছিলেন।

এ কারণে যে তিনি বাংলাদেশের মানুষকে একটি উন্নত রাষ্ট্র উপহার দেবেন। আজ তা-ই হয়েছে, বাংলাদেশ বদলে গিয়েছে। আর বৈদেশিক চাপ সব সময় থাকে। এগুলোর অনেক হিসাব-নিকাশ থাকে। সেগুলো মোকাবেলা করেই প্রধানমন্ত্রী এগিয়ে যাবেন।
এ সময় সাংবাদিকদের কৃতিত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, ‘আপনারা আমাকে সহযোগিতা করেছেন বলেই আমার এই সফলতা। যে কারণে প্রধানমন্ত্রী এই মন্ত্রণালয়কে মূল্যায়ন করেছেন। সাংবাদিকরাও সহযোগিতা করেছেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা দেশকে বিব্রতকর পরিস্থিতিতে নেওয়ার চেষ্টা করছে। এটা নতুন কিছু নয়, তারা ২০১৪ সাল থেকে এমন কর্মকাণ্ড করছে। তারা ২১ আগস্ট প্রধানমন্ত্রীকে বোমা মেরে উড়িয়ে দিতে চেয়েছে। সেই গুন-গোষ্ঠী আবারও এমন কিছু করার পাঁয়তারা করছে। আমাদের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। আমাদের জনগণ কোনো দিন জঙ্গি বা টেরোরিজম পছন্দ করে না। সুতরাং তাদের নিয়ে চিন্তা নেই।’

মন্ত্রী বলেন, ‘আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। তারা এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারবে।’