ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন, আলোচিত আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহভাজন সিয়াম এখন কলকাতায় সিআইডি পুলিশের হেফাজতে আছে। সে পালিয়ে নেপালে অবস্থান করার সময় সে দেশের পুলিশের কাছে আটক হয়েছিলো।

ডিএমপি কমিশনার জানান, আনার হত্যার সিয়ামের সম্পৃক্ততা খুঁজতে এবং হত্যা-সংশ্লিষ্ট আরো তথ্য বের করতে ভারতের সিআইডি এখন সিয়ামকে জিজ্ঞাসাবাদ করছে।

এর আগে নেপাল সফর শেষে ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশিদ জানিয়েছিলেন আটক সিয়ামকে পাবার জন্য বাংলাদেশ ও ভারত দুই দেশের পুলিশের তরফ থেকেই নেপালের কাছে অনুরোধ জানানো হয়েছিলো। নেপাল সরকার অপরাধ সংঘটনের স্থান বিবেচনা করে ভারতের কাছেই হস্তান্তর করলো সিয়ামকে।