আজ (৩০ নভেম্বর) ঢাকা (উত্তর) সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র আনিসুল হকের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০১৭ সালের ২৯শে জুলাই ব্যক্তিগত সফরে সপরিবারে লন্ডনে থাকা অবস্থায় সেরিব্রাল ভাসকুলাইটিসে (মস্তিষ্কের রক্তনালির প্রদাহ) আক্রান্ত হন। ১৩ই আগস্ট তাকে সেখানকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। ৩০০শে নভেম্বর লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার বাদ জোহর মরহুমের বাসভবনে রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৩টায় বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা জানাবেন তার স্বজন বন্ধু ও শুভানুধ্যায়ীরা। সেখানে বিদেহী আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হবে।

প্রয়াত মেয়রের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নগরীর বিভিন্ন এতিমখানায় চার হাজার এতিমের জন্য খাবারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি আনিসুল হকের গ্রামের বাড়িতেও (নোয়াখালীর কবিরহাটে) কয়েকটি এতিমখানায় খাবার বিতরণ করা হবে। সেখানকার মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছে।

আনিসুল হক ১৯৫২ সালের ২৭ সেপ্টেম্বর নোয়াখালীর কবিরহাটে জন্ম নেন। একজন সফল ব্যবসায়ী, নানামুখি উদ্যেক্তা, টেলিভিশন ব্যক্তিত্ব সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিভার প্রমাণ রাখতে সক্ষম হয়েছিলেন আনিসুল হক।

২০১৫ সালে ডিএনসিসির মেয়র নির্বাচিত হন। রাজধানীকে পরিচ্ছন্ন, নিরাপদ ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলার বেশকিছু উদ্যোগ নিয়ে আলোচিত ও প্রশংসিত হন তিনি।