কুষ্টিয়ায় মাইক্রোবাসচাপায় চার শিশু নিহত হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে খোকসার শিমুলিয়ায় কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পাঠ শেষে শিশুরা বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দেয়। এতে চার জন মারা যায়। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুজন।

নিহতরা হলো— দুই বোন মারিয়া (১২) ও তানজিলা (১১) আর তাদের সহপাঠী মিম (১২) ও বিথি (১২)। নিহত মিম শিমুলিয়া কুঠিপাড়া গ্রামের মো. হানিফের মেয়ে, দুই বোন মারিয়া ও তানজিলা পালন শেখের মেয়ে ও বিথি হেলাল উদ্দিনের মেয়ে। তাদের পরিবারে ও পুরো এলাকায় শোকের মাতম চলছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনা ও চার শিশু নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখেন।

কুষ্টিয়ার খোকসায় মাইক্রোবাসের ধাক্কায় ৪ স্কুলছাত্রী নিহত, গুরুতর আহত ১

দুর্ঘটনার বিষয়ে শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস বলেন, “শিমুলিয়া কুঠিপাড়া জামে মসজিদে কোরআন পাঠ শেষে শিশুরা বাড়ি ফেরার সময় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদেরকে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি পাশের একটি পুকুরে উল্টে যায়।”

“শিশুদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা গেছে, অন্য তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর তারা মারা যায়,” যোগ করেন তিনি।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, “মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে চার শিশুর মৃত্যুর ঘটনায় কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা।” পরে পুলিশ এসে সড়কের দুই পাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানা গেছে।