প্রায় দেড়শ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ‘টাইমড আউট’ হয়েছেন শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। নির্ধারিত সময়ের মধ্যে ব্যাটিংয়ে না নামায় কোনো বল খেলার আগেই ‘টাইমড আউট’ হয়ে গেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন আউট হলেন কেউ।
যে হেলমেট নিয়ে নেমেছিলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, তাতে পুরো নিরাপদ বোধ করেননি। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। কিন্তু এরই মধ্যে পেরিয়ে গেছে নির্ধারিত সময়সীমা। তাই বাংলাদেশ আবেদন করে আউটের। আম্পায়ার তাতে সাড়া দেন। প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ম্যাথিউসকে।
নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি। তাই আউট হতে হলো।