২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহকে বাদ দিয়ে দলে জায়গা পেয়েছেন মেহেদী হাসান। ইংল্যান্ড দলের রয়েছে এক পরিবর্তন। মঙ্গলবার (১০ অক্টোবর) হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়াম, ধর্মশালায় ম্যাচটি শুরু সকাল ১১টায়।
ইংলিশ বধের প্রথম গল্পটা লেখা হয়েছিল ২০১১ সালের বিশ্বকাপে ঘরের মাঠে। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক ফারাক। ফলে স্বাগতিক হিসেবে ইংলিশদের বিপক্ষে জয়টাকে ক্রিকেট বিশ্ব দেখেছিল অঘটন হিসেবে।
বিশ্বআসরে তিনবারের দেখায় বাংলাদেশ ২-১ এ এগিয়ে থাকলেও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের মুখোমুখিতে এগিয়ে আছে ইংলিশরাই। ওয়ানডেতে ২৪ ম্যাচে ইংলিশদের জয় ১৯ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় মোট ৫ ম্যাচে।
আজকের ম্যাচের আগে আবার ইংলিশদের মুখোমুখি ম্যাচে জয়ের সুখস্মৃতি আছে টাইগারদের। তাও সেটা চলতি বছরের মার্চ মাসে। তিন ম্যাচে সিরিজটি ইংলিশরা ২-১ ব্যবধানে জিতে নিলেও সিরিজের শেষ ম্যাচে জয় তুলে নেয় বাংলাদেশ। লায়ন্সদের বিপক্ষে এইসব জয়ের আত্মবিশ্বাস নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ
ডেভিড মালান, জনি বেয়ারস্টো, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, মার্ক উড ও রিস টপলি।