যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন গাজায় নির্বিচারে বোমা হামলায় ইসরাইল সমর্থন হারাচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর উচিত তার কট্টরপন্থী সরকারের পরিবর্তন করা। মঙ্গলবার তিনি এসব মন্তব্য করেন সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে।
বাইডেন বলেন, ইসরাইলের নিরাপত্তা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করতে পারে। তবে এ মুহূর্তে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপীয় ইউনিয়ন আছে, ইউরোপ আছে, কিন্তু তারা (ইসরায়েল) নির্বিচারে বোমা হামলার মাধ্যমে সমর্থন হারাচ্ছে।
তিনি বলেন, তাকে (নেতানিয়াহু) এ সরকারের পরিবর্তন করতে হবে। ইসরাইলের এ সরকার পরিস্থিতি খুব কঠিন করে তুলছে।
বাইডেন স্বীকার করেন, ইসরাইলি কট্টরপন্থীরা ফিলিস্তিনি রাষ্ট্রের বিরোধিতা করে। এ নিয়ে তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনি রাষ্ট্রকে না বলতে পারে না।
গাজা উপত্যকায় দুই মাসের বেশি সময় ধরে চলা টানা সামরিক অভিযানের লাগাম টেনে ধরতে উদ্যোগ নেওয়ার জন্য বাইডেন নিজ দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেই চাপের মুখে পড়েছেন। জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তারাও ইদানীং গাজায় ইসরাইলের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করছেন।
গাজার হামাসনিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, ৭ অক্টোবরের পর থেকে একের পর এক ইসরাইলি বোমা হামলায় ১৮ হাজার ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ওই দিন ইসরাইলি ভূখণ্ডে হামাসের হামলায় প্রাণ গেছে ১ হাজার ২০০ মানুষের। এ তথ্য ইসরাইল সরকারের।
অন্যদিকে এক বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় স্থল অভিযান পরিচালনা, হামাসকে সমূলে ধ্বংস করার লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্ত করার প্রচেষ্টায় ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে।
নেতানিয়াহু আরও বলেন, যুদ্ধ বন্ধ করতে আন্তর্জাতিক চাপ ঠেকাতে ওয়াশিংটন ভূমিকা রাখছে।