জুলাই-আগস্ট গণহত্যায় ১৩ আগস্ট পর্যন্ত সমগ্র দেশে শহীদ হয়েছেন ৮৭৫ জন মানুষ। যার মধ্যে কমপক্ষে ৪২২ জন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। ‘গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা, অবদান ও প্রত্যাশা’ বিষয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রবিবার চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় নিজেদের ভূমিকা, অবদান ও প্রত্যাশা তুলে ধরে সংবাদ সম্মেলন করে বিএনপি। এতে বলা হয়, স্বাধীনতার পর থেকেই গণতন্ত্র প্রতিষ্ঠায় অনেক ত্যাগ স্বীকার করেছে দেশের মানুষ। গত ১৬ বছরের আওয়ামী লীগের দু:শাসনকে চূর্ণ করে ৫ই আগস্ট জনগণের মুক্তির স্বাদ পাওয়া সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল বলে জানান বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি মহাসচিব বলেন, সরকার পতনের এক দফা দাবি সৃষ্টি হয়েছিল এক যুগেরও বেশি সময় ধরে বিএনপি’র আন্দোলনের প্রেক্ষাপটে। বিভ্রান্তিমূলক বক্তব্য না দিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ধৈর্য্য ধারণের আহ্বান জানান তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনকেই প্রাধান্য দেয়া উচিত অন্তর্বর্তীকালীন সরকারের।
পোশাক খাতকে ঘিরে সাম্প্রতিক অস্থিরতার পেছনে পতিত সরকারকে দায়ি করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয় বিএনপি’র সংবাদ সম্মেলনে।