মানিকগঞ্জের পাটুয়রিয়া ঘাটে রজনীগন্ধা-৭ ফেরিডুবির ছয় দিন পর সহকারী চালকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সোমবার বিকাল ৪টার দিকে মৃত হুমায়ুন কবিরের ভাই রফিকুল ইসলাম মরদেহটি শনাক্ত করেছেন। এর আগে আজ সকালে হামজা, রুস্তম, প্রত্যয় ও ঝিনাই মিলে ডুবে যাওয়া ফেরি উদ্ধারের কাজ শুরু করে।

বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, আজ বিকাল ৪টার দিকে পাটুরিয়া ফেরিঘাট থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে হরিরামপুর উপজেলার বাহাদুরপুর এলাকায় পদ্মা নদী থেকে হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক বলেন, চারটি উদ্ধারকারী জাহাজ নিয়ে যুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারের কাজ চলছে। ফেরি ডুবির ঘটনায় নিখোঁজ হুমায়ন কবিরের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া এখনও তলিয়ে আছে ৫টি ট্রাক। গত বুধবার সকালে ৯টি ট্রাক নিয়ে পাটুরিয়ায় পদ্মা নদীতে ডুবে যায় ফেরি ‘রজনীগন্ধা’।