টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সহজ জয় পেয়েছে ইংল্যান্ড। শুরুতে বোলিংয়ে নেমে আফগানদের ১১২ রানেই গুড়িয়ে দেয় জস বাটলারের দল। সহজ লক্ষ্যতাড়ায় কোনো ভুল করেনি অ্যালেক্স হেলস-লিয়াম লিভিংস্টোনরা। ১১ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।
শনিবার বিশ্বকাপের সুপার টুয়েলভের দ্বিতীয় ম্যাচে পার্থ স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারের দুই বল আগেই সবগুলো উইকেট হারিয়ে ফেলে আফগানিস্তান। ইংলিশদের ছুড়ে দেয় মাত্র ১১৩ রানের লক্ষ্য।
টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দুই ওপেনার হযরতউল্লাহ জাজাই ৭ ও রহমানুল্লাহ গুরবাজ ১০ রানে বিদায় নেন। এরপর প্রতিরোধ গড়েন ইবরাহিম জাদরান ও উসমান গনি। ইবরাহিমকে বিদায় করে তাদের ২৮ বলে করা ২৭ রানের জুটি ভেঙে দেন স্যাম কারান। ৩২ বলে ৩২ রান করে উইকেট হারান আফগান এই ব্যাটার।
উসমান গনি একপ্রান্তে থিতু হয়ে থাকলেও অপরপ্রান্তে একে একে উইকেট হারান নজিবউল্লাহ জাদরান (১৩), মোহাম্মদ নবি (৩), আজমতউল্লাহ ওমরজাই (৮), রশিদ খান (০) ও মুজিব উর রহমান (০)। শেষ ওভারে এসে থিতু হয়ে থাকা উসমানকেও বিদায় করেন স্যাম কারান। তিনি ফেরেন ৩০ রান করে। একই ওভারে ফজল হক ফারুকি ০ রান করে ফিরলে ১১২ রানেই থামে আফগানদের ইনিংস।
সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে প্রথম ৪.৫ ওভারে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড। পঞ্চম ওভারের শেষ বলে ফজলহক ফারুকির বলে ক্যাচ হয়ে ফেরেন বাটলার। এরপর দলীয় ৫২ রানে দ্বিতীয় ও ৬৫ রানে তৃতীয় উইকেট হারালেও চাপ আসতে দেননি লিভিংস্টোন। ২১ বলে ২৯ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডানহাতি এ অলরাউন্ডার।