আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে তীব্র শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিনের ভারী তুষারপাত এবং ঠাণ্ডা আবহাওয়ার কারণে ১৫টি প্রদেশে কমপক্ষে প্রাণ হারিয়েছে ২০ জন। এছাড়া শীতজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতালে রয়েছে বেশ কয়েকজন।
স্থানীয় সময় সোমবার (১৬ই জানুয়ারি) আফগানিস্তানের গণমাধ্যম দ্য খামা প্রেস নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির একাধিক অঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে গেছে। এমনকি কিছু অঞ্চলে তাপমাত্রা নেমেছে মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীতে হাইপোথার্মিয়ার কারণে মৃত্যু হয়েছে বেশ কয়েকটি শিশুর।
এছাড়া তুষারপাতের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি বাড়িঘর। এছাড়া বন্ধ হয়ে পড়েছে দেশটির মধ্য ও উত্তর প্রদেশের বেশ কয়েকটি সড়ক। তীব্র শীতে দুর্ভোগ পোহাচ্ছেন সেখানকার দরিদ্র মানুষেরা।