আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রাণহানি ১০০০ ছাড়িয়েছে। আহত হয়েছে আরও ছয় শতাধিক মানুষ। বুধবার (২২শে জুন) দিনগত রাত ২টার দিকে দক্ষিণ এশিয়ার দেশটিতে এই ভূমিকম্প আঘাত হানে। একইসাথে পাকিস্তান ও ভারতের কিছু এলাকায় ভূকম্পন অনুভূত হয়।
তালেবান নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, শত শত ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
তালেবান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপমন্ত্রী শরফুদ্দিন মুসলিম এক সংবাদ সম্মেলনে বলেন, কমপক্ষে ৯২০ জন নিহত এবং আরও ৬০০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে যারা আটকে পড়েছে তাদের উদ্ধারে অভিযান চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে আহতদের সরিয়ে নেওয়ার এবং বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হতে দেখা গেছে।
দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর খোস্ত থেকে প্রায় ৪৪ কিলোমিটার দূরে আঘাত হানে ভূমিকম্পটি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিলো ৬.১। মাটির ৫২ কিলোমিটার গভীরে ছিলো এর উৎপত্তি স্থল। সেখান থেকে প্রায় পাঁচশ’ কিলোমিটার দূরে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে।
পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। উৎপত্তিস্থল আফগানিস্তানের খোস্ত শহরে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪৪ কিলোমিটার গভীরে।
জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদ, মুলতান, ভাক্কর, ফলিয়ে, পেশোয়ার, মালাকান্দ, সোয়াট, মিয়ানওয়ালি, পাকপত্তন, বুনেরসহ পাকিস্তানের বিভিন্ন স্থানে কম্পন অনুভূত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে পাকিস্তানে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।