আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাত শহরের একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির ক্ষমতাসীন তালেবানের খ্যাতনামা এক ধর্মীয় নেতাসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (দোসরা সেপ্টেম্বর) জুমার নামাজের সময় গুজরগাহ মসজিদে এ হামলার ঘটনা ঘটে বলে হেরাতের পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল-জাজিরা।
হেরাত পুলিশের মুখপাত্র মাহমুদ রাসুলি বলেছেন, মুজিব রহমান আনসারি কয়েকজন রক্ষী ও বেসামরিক লোকদের নিয়ে মসজিদের দিকে যাওয়ার পথে নিহত হয়েছেন। বিস্ফোরণে ঠিক কতজন হতাহত হয়েছে তা জানাননি তিনি।
রাসুলি বলেন, ইমাম সাহেব বাড়ি থেকে মসজিদে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে। এক আত্মঘাতী বোমা হামলাকারী তার হাতে চুম্বন করার সময় নিজেকে উড়িয়ে দেয়।
তবে ঘটনাস্থলের একটি সূত্র আল জাজিরাকে জানিয়েছে, হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আরও অন্তত ২১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক চিকিৎসক।
এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। সেই সঙ্গে হামলার নেপথ্য দুর্বৃত্তদের কঠোর শাস্তি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। এক টুইটবার্তায় তালেবান সরকারের মুখপাত্র জবিহুলাহ মুজাহিদ বলেন, দেশের শক্তিশালী ও সাহসী ধর্মীয় নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ হামলার পেছনে দুর্বৃত্তদের কঠোর শাস্তি দেয়া হবে।