বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফফার চৌধুরীর নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২০শে মে) জুমার নামাজ শেষে যুক্তরাজ্যের লন্ডনের ব্রিকলেন মসজিদে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁর দেহ নেয়া হয় স্থানীয় আলতাব আলী পার্কে। সেখানে শহীদ মিনারের পাদদেশে তাঁর প্রতি শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আগামী বৃহস্পতিবার আবদুল গাফফার চৌধুরীর মরদেহ দেশে পৌঁছাতে পারে। শুক্রবার সাংবাদিকদের তিনি বলেন, দেশে আনার পর সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য আবদুল গাফফার চৌধুরীর দেহ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। তবে দেশে নামাজে জানাজা কিংবা দাফনের স্থান এখনো চূড়ান্ত হয়নি।

গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৬টা ৪০ মিনিটে লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আবদুল গাফফার চৌধুরী। যিনি ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্র“য়ারি’ গানটির রচয়িতা।