প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্টেট মহানগর আওয়ামী লীগ এর আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এর সভাপতি ড. সিদ্দিকুর রহমান এর সুস্থতা কামনা করে দোয়া-ও মোনাযাত করা হয়।
ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামীলীগের সভাপতি নাঈম খান দাদন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উপস্থাপনা করে ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরশাদ আলী। এছাড়া উক্ত সভায় ফ্লোরিডা স্টেট শাখার আওয়ামী লীগ নেতারা বক্তব্য রাখেন।
ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামীলীগের অনুষ্ঠানে ছিলো-
১. জননেত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা।
২. রাজশাহী বিএনপি নেতা কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে হত্যার হুমকির প্রতিবাদে ফ্লোরিডা স্টেট মহানগর আওয়ামীলীগের নেতাকর্মীদের তিব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩. যুক্তরাস্ট্রের আওয়ামী লীগের সন্মানিত সভাপতি ড.সিদ্দিকুর রহমানের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া মহফিল অনুষ্ঠিত।
উল্লেখ্য, নিউজার্সী রাজ্যে বসবাসকারী ড. সিদ্দিকুর রহমান স্থানীয় রবের্ট উড জনসন ইউনিভার্সি হসপিটাল সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। গত ১৬ মে মঙ্গলবার এই হাসপাতালে তার পায়ের একটি সার্জারি সম্পন্ন হয়। পায়ের সার্জারি করার সময় হার্টে সমস্যা দেখা দেয়ায় তিনি ডাক্তারদের পর্যবেক্ষণে রয়েছেন।