অধিকৃত পশ্চিম তীরের জেনিনে আবারও ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে এক কিশোরসহ অন্তত চার ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, গতবছর ইসরাইল পশ্চিম তীরে এই ধরনের অভিযান জোরদার করার পর থেকে সর্বশেষ প্রাণঘাতী অভিযান পরিচালিত হয় বৃহস্পতিবার। অভিযানে এক কিশোরসহ চারজন নিহত হয় ইসরাইলি বাহিনীর গুলিতে। ‘বন্দুকযুদ্ধে’ আরও ২০ ফিলিস্তিনি আহত হয়েছেন। যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের একজন মুখপাত্র চার ফিলিস্তিনিকে ‘নৃশংস হত্যা’র তীব্র নিন্দা জানিয়েছেন। ইসরাইলের সেনাবাহিনী বলছে, সেনা সদস্যরা অভিযানে চলাকালে ‘সন্ত্রাসী’ কার্যক্রমের সঙ্গে জড়িত ২ জনকে গুলি করে। তারা কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়।
উল্লেখ্য, বছরের শুরু থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হামলায় ৮০ জনের মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। অপরদিকে, ইসরাইল জানিয়েছে, ফিলিস্তিনিদের হামলায় পুলিশ কর্মকর্তাসহ ১৩ জন ইসরাইলি নিহত হয়েছেন।