হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কেনিয়ার সামরিক বাহিনীর প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোল্লাসহ ১০ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। খবর বিবিসি।

হেলিকপ্টারে তার সঙ্গে সামরিক বাহিনীর আরও ১১ কর্মকর্তা ছিলেন। তার মধ্যে বেঁচে ফিরেছেন মাত্র দুজন। দুর্ঘটনায় নিহত অন্য ৯ জন হলেন— ব্রিগেডিয়ার সোয়াল সাইদি, কর্নেল ডানকান কিটানি, লেফটেন্যান্ট কর্নেল ডেভিড সাওয়ে, মেজর জর্জ বেনসন মাগোন্ডু, ক্যাপ্টেন সোরা মোহাম্মদ, ক্যাপ্টেন হিলারি লিটালি, এসএনআর সার্জেন্ট জন কিনুয়া মুরেথি, সার্জেন্ট ক্লিফন্স ওমন্ডি এবং সার্জেন্ট রোজ ন্যাভিরা।

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০

প্রতিবেদন অনুযায়ী, এক সংবাদ সম্মেলনে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত ও মৃত্যুর খবর নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। এ ঘটনায় শোক প্রকাশ করে তিনি জানিয়েছেন, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ওগোল্লা ছিলেন কেনিয়ার সর্বোচ্চ পদমর্যাদার সামরিক কর্মকর্তা এবং হেলিকপ্টারটিতে অন্য আরও ১১ জন সামরিক সদস্যও ছিলেন। এই দুর্ঘটনায় জীবিত রয়েছেন মাত্র দুইজন। ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

এদিকে কেনিয়া শুক্রবার (১৯ই এপ্রিল) থেকে তিন দিনের শোক পালন করছে। এসময় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে পূর্ব আফ্রিকার এই দেশটিতে।

অন্যদিকে বেঁচে যাওয়া দুজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের চিকিৎসা চলছে। হতাহত এই সামরিক কর্মকর্তারা কেনিয়ার নর্থ রিফ্ট অঞ্চলে গিয়েছিলেন। কেনিয়ার এই অঞ্চলটি দস্যুতায় জর্জরিত।