প্রায় অর্ধ শত বছর পর আবারও চাঁদে সফলভাবে অবতরণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ যান। এরই মধ্যে পৃথিবীতে তথ্য পাঠাতে শুরু করেছে ল্যাণ্ডার ওডিসিয়াস। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ২৩ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ষড়ভুজ আকৃতির মহাকাশযানটি।
এই প্রথম বেসরকারি উদ্যোগে চাঁদে মহাকাশ যান পাঠালো আমেরিকা। টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান ‘ইনটুইটিভ মেশিন’ এই মহাকাশযান তৈরি করেছে ও চাঁদে পাঠিয়েছে। ‘ইনটুইটিভ মেশিন’ এর এই অভিযানের নাম দেয়া হয়েছে আইএ-১। তবে, এই চন্দ্রাভিযানে অর্থায়ন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণাপ্রতিষ্ঠান নাসা।
বলা হচ্ছে, এটি কেবল বাণিজ্যিক কার্যক্রমের জন্য নয়, সার্বিকভাবে মার্কিন মহাকাশ কর্মসূচির জন্য গুরুত্বপূর্ণ একটি মাইলফলক বিবেচিত হচ্ছে।
এর আগে গত মাসে অ্যাস্ট্রোবায়োটিক টেকনোলজি নামের আরেকটি বেসরকারি কোম্পানি চাঁদে মহাকাশ যান পাঠানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। তাদের তৈরি চন্দ্রযানটি ১০ দিন মহাশূন্যে ঘোরাঘুরির পর প্রশান্ত মহাসাগরে পড়ে যায়।
১৯৬৯ সালে আমেরিকার অ্যাপোলো-১১ চন্দ্রযান প্রথমবারের মতো মানুষ নিয়ে চাঁদে অবতরণ করে। সবশেষ ১৯৭২ সালে নাসা চাঁদে অ্যাপোলো ১৭ মিশন পরিচালনা করে।