ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পূর্ণিমা বিয়ে করেছেন। পাত্র আশফাকুর রহমান রবিন। দেশের একটি বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানে তিনি বিপণন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে বিয়ের খবরটি নিশ্চিত করেন পূর্ণিমা।
রবিন লেখাপড়া করেছেন সিডনির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। তিনি সেখান থেকে উচ্চতর ডিগ্রি নিয়েছেন।
রবিন বিয়ের কথা নিশ্চিত করে জানান, গত ২৭ মে পূর্ণিমা ও তার পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। বর্তমানে তারা রাজধানীর একটি অভিজাত এলাকায় বসবাস করছেন।
এদিকে পূর্ণিমা জানান, বিয়ের পরেই পূর্ণিমাসহ তার পরিবারের অন্যরা অসুস্থ ছিলেন। কেউ কেউ করোনাভাইরাসে আক্রান্ত ছিল। সে কারণে তার বিয়ের খবর জানাতে দেরি হয়েছে।
কাজের সূত্র ধরেই রবিনের সঙ্গে পরিচয়। তিন বছরের পরিচয় থেকে বন্ধুত্ব, সেখান থেকে পরষ্পরের মন দেয়া-নেয়া।
সবার কাছে দোয়া চেয়েছেন রবিন-পূর্ণিমা দম্পতি। প্রসঙ্গত, এটি নায়িকা পূর্ণিমার দ্বিতীয় বিয়ে। আগের সংসারে এক কন্যা রয়েছে এই নায়িকার।
এর আগে ২০০৭ সালে আহমেদ ফাহাদ জামাল নামে চট্টগ্রামের এক ব্যবসায়িকে বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেন পূর্ণিমা। পরে তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। তাদের সংসারে আরশিয়া উমাইজা নামে ছোট্ট একটি ফুটফুটে মেয়েও রয়েছে।