শারীরিকভাবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দিবাগত গভীর রাতে জরুরি ভিত্তিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়ার।

বেগম খালেদা জিয়াকে নিয়ে তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে সোমবার ভোর ৪টা ১২ মিনিটে রওনা হয়ে ৪টা ৪৫ মিনিটে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, রাতে অসুস্থ বোধ করায় রাত সোয়া চারটার দিকে বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।

সেখানে কেবিনে রেখে চিকিৎসা চলছে খালেদা জিয়ার। এভারকেয়ার হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসা চলছে।

এর আগে গত ২১শে জুন শারীরিক অবস্থার অবনতি হলে তাকে একই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট-সিসিইউতে ভর্তি করা হয়।  হৃদস্পন্দন অনিয়মিত হওয়ায় বিদেশি চিকিৎসক ও মেডিকেল বোর্ডের পরামর্শে ২৩শে জুন খালেদা জিয়ার হৃদপিন্ডে পেসমেকার বসানো হয়। ১১দিন চিকিৎসা শেষে দোসরা জুলাই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন খালেদা জিয়া।

৭৯ বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।