বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জন্মের জন্য যে লড়াই করেছি তাকে আমরা কোনদিনও অস্বীকার করতে পারি না। আমরা ২৪ ও জুলাইকে যেমন অস্বীকার করতে পারব না ঠিক একইভাবে ৭১ কেউ অস্বীকার করতে পারব না।

তিনি বলেন বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল। আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭১ সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আমি ‘মেজর জিয়া বলছি’ বলে কালুরঘাট কেন্দ্র থেকে উনি ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে। ৯ মাস আমরা যুদ্ধ করেছি। আজ সোমবার (১০ নভেম্বর) দুপুরে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের বদেশ্বরী এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, একটি দল এটাকে অস্বীকার করতে চায়। এটা আমরা হতে দিতে পারি না। আমরা আমাদের জন্মকে অস্বীকার করতে পারি না। একটা রাজনৈতিক দল যাকে দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি। ওরা সব সময় পিছনে থেকেছে।

১৯৭১ সালে আমরা যখন যুদ্ধ শুরু করলাম তখন অনেকেই ইন্ডিয়া চলে গিয়েছিল। কিছু মানুষ দেশে ছিল তবে তারা খুব কষ্টে ছিল। যারা ইন্ডিয়া গিয়েছিল তারা ক্যাম্পে খুব কষ্ট করে ছিল। ১৯৭১ সালে ওরা কিন্তু সমর্থন করেনি। বরং তারা পাকিস্তানী হানাদার বাহিনীর সঙ্গেই ছিল। এই ধরনের যাদের কাজ, যারা বৃহত্তর জনগোষ্ঠীর সঙ্গে কখনো থাকেনি তাদেরকে কি আমরা সমর্থন করতে পারি?

তিনি বলেন, আমার নেতা তারেক রহমান সাহেব বলেছেন ১৫ মাসে তিনি এক কোটি মানুষের কর্মসংস্থানের চাকরির ব্যবস্থা করবেন। এখানে অনেক ছেলে-পেলে আছে যাদের বেশিরভাগেরই কাজ নাই। আর কাজ না থাকলে তারা অন্যদিকে চলে যায়। কেউ জুয়া খেলে, কেউ মাদক খায়। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। এটাকে একটা বড় সমস্যা হিসেবে আমরা চিহ্নিত করেছি।

বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশকে একটি শান্তির জায়গায় পরিণত করতে চাই আমরা। অশান্তি-ঘৃণা নয়, একজন আরেকজনকে ঘৃণা করব না। কোনো ধর্মকে কেন্দ্র করে আমরা যেন ঘৃণা না ছড়াই। যে হিন্দু সে হিন্দু ধর্ম পালন করবে। মুসলমান, মুসলিম ধর্ম পালন করবে। বৌদ্ধ তার ধর্ম পালন করবে। আর খ্রিস্টান তার ধর্ম পালন করবে। এটা তাদের স্বাধীনতা, অধিকার। আসুন আমরা সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করি। যেখানে আমাদের সন্তান যেন ভবিষ্যতে ভালো দেশ পাই। সে চেষ্টা করব আমরা।