সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশীদের জন্য ভিসার দুয়ার খোলার আভাস মিলেছে। আর এতে বাংলাদেশি শ্রমবাজারে সৃষ্টি হয়েছে নতুন চাঞ্চল্য। সেখানে বসবাসরত বাংলাদেশীরাও পরিবারকে নিজেদের কাছে নিতে পারার সম্ভাবনায় আশাবাদী হয়ে উঠেছেন। তবে ভিসা উন্মুক্ত হওয়ার প্রক্রিয়া এখনো দৃশ্যমান না হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন অনেকে। সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত এই কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন তারা।

দীর্ঘদিন থেকেই বাংলাদেশীদের জন্য প্রায় সব ধরণের ভিসা বন্ধ রেখেছে সংযুক্ত আরব আমিরাত। ভিসা বন্ধ থাকায় প্রবাসীদের পড়তে হচ্ছে নানা প্রতিবন্ধকতায়। ২০২৩ সালে বহির্গমন ছাড়পত্র নিয়ে আমিরাতে গিয়েছিলেন প্রায় একলাখ বাংলাদেশি। তবে ২০২৪ সালে তা অর্ধেকে নেমে আসে। ভ্রমণ কিংবা শিক্ষা কোনো ভিসাতেই বর্তমানে দেশটিতে প্রবেশ করতে পারছেন না বাংলাদেশিরা।

ভিসা সংকটে দেশটিতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশের শ্রমবাজার। বিপাকে পড়েছেন সেখানে বসবাসরত প্রবাসীরাও। পরিবারকে নিজের কাছে নিতে না পারায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন অনেকে।

তবে, জানুয়ারী  থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে দুই দেশের ভিসা জটিলতা দূর হওয়ার সম্ভাবনা, তৈরি হয়েছে। সম্প্রতি এমন আভাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ আল খাসফি আল হামুদি। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির একটি অনুষ্ঠানে ভিসা চালুর সম্ভাবনার কথা জানিয়ে তিনি বলে আমি এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলতে এসেছি। নির্দিষ্ট সময় বলতে পারছি না। তবে জানুয়ারি- ফেব্রুয়ারির মধ্যে ভিসা চালু হবে বলে আমি আপনাদরে নিশ্চিত করছি।

এতেই আশাবাদী হয়ে উঠেছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা। ভিসা চালু হলে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে মনে করেন প্রবাসীরা। আর তাই ভিসা জটিলতা দূর করতে যত দ্রুত সম্ভব সংশ্লিষ্টদের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছেন তারা।

এদিকে, সম্প্রতি দেশটিতে সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হয়েছে। এতে অন্তত অর্ধলাখ বাংলাদেশি ভিসা নবায়নের সুযোগ পেয়েছেন।