মন্ত্রী-সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, যাঁরা প্রার্থী হতে চান (পরবর্তী পর্বে), তাঁদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে। যাঁরা প্রার্থী হয়েছেন, তাঁদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিং-এ কথা জানান।

এসময় ওবায়দুল কাদের এখনো প্রার্থী হননি কিন্তু হতে চান – মন্ত্রী-এমপিদের এমন স্বজনদেরকেও নির্বাচনের ভাবনা থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দেন। তিনি জানান, নির্দেশ অমান্য করে কোন কোন এমপি-মন্ত্রীদের স্বজন প্রার্থীতা প্রত্যাহার করবেন না তাদের তালিকা তৈরি করার কাজও চলছে বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘নির্দেশনা একটাই সেটা সরে দাড়াতে হবে। নির্দেশনা ভিন্নভাবে ব্যাক্ষা করার কিছুই নেই। আওয়ামী লীগের এই সিদ্ধান্তে তৃনমুলের কর্মী থেকে শুরু করে দেশের ভোটারও খুশি।’

এ সময় ওবায়দুল কাদের বিএনপির সমালোচনা করে বলেন, বিএনপি রাজনৈতিক পরিচয় হারিয়ে এখন একটা সন্ত্রাসী দলে পরিনত হয়েছে। জনগণের দল হিসেবে বিএনপি তার গ্রহনযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। তাই বিএনপি এখন জনগণের কাছে না গিয়ে বিদেশীদের কাছে যাচ্ছে ।