যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সৈন্যরা আফগানিস্তানের কাবুল বিমানবন্দর ছাড়ার পর এর নিয়ন্ত্রণ নেয় তালেবান যোদ্ধারা। এর পর থেকে দেশটির কান্দাহার শহরে আমেরিকান সামরিক হেলিকপ্টারে চড়ে মহড়া দিচ্ছে তালেবান জঙ্গি যোদ্ধারা।
মঙ্গলবার কয়েকজন সাংবাদিক ও তালেবান তাদের অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গেছে এক ব্যক্তি আমেরিকান ভয়ঙ্কর ব্ল্যাক হক হেলিকপ্টারের দড়িতে ঝুলছেন।
সোমবার মধ্য রাতে আফগানিস্তান ত্যাগ আমেরিকান সেনারা। সেই সময় কাবুল থেকে সর্বশেষ এক আমেরিকান সেনা চলে যাওয়ার একটি ছবি ভাইরাল হয়।
এদিকে টুইটারে তালিব টাইমস একটি ভিডিও শেয়ার করে। এছাড়া ইসলামিক আমিরাত আফগানিস্তান নামে একটি পেজে তালেবান দাবি করে, মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার দিয়ে শহরে মহড়া দেওয়া হচ্ছে। তবে সেখানে কে ঝুলে ছিল তার বিস্তারিত জানানো হয়নি।
এক টুইটে বলা হয়, আমাদের বিমান বাহিনী! এই মুহূর্তে ইসলামিক আমিরাত বিমান বাহিনী কান্দাহার শহরে উড়ছে এবং শহরে মহড়া দিচ্ছে।
সূত্র: এনডিটিভি