প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ধাতব মুদ্রায় জায়গা করে নিলেন প্রয়াত কৃষ্ণাঙ্গ নারী কবি ও অধিকারকর্মী মায়া অ্যাঞ্জেলো। কবির মুখাবয়ব উৎকীর্ণ নতুন একটি মুদ্রা সোমবার উদ্বোধন করা হয়।

‘আমেরিকান উইমেন কোয়ার্টার’ প্রোগ্রামের অংশ হিসাবে একজন নভোচারী, একজন উপজাতি প্রধান এবং একজন অভিনেত্রীসহ অন্যান্য অগ্রগামী মহিলাদের জন্য মুদ্রার পরিকল্পনা করা হয়। মায়া অ্যাঞ্জেলো একজন লেখক এবং সামাজিককর্মী ছিলেন।

২০১৪ সালে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। কবিতা রচনা এবং আত্মজীবনীতে তার বর্ণবাদ ও ট্রমা (মানসিক চাপ) কাটিয়ে ওঠার অভিজ্ঞতা গ্রন্থ আকারে প্রকাশিত হয়েছে।

সূত্র-এএফপি।